দুই বছরে ৬৮% ব্যাংকে ম্যালওয়্যার আক্রমণ

গত দুই বছরে দেশের ৬৮ শতাংশ ব্যাংক ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর একটি বড় অংশ র‌্যানসমওয়্যার আক্রমণের মুখে পড়েছে। এ ধরনের আক্রমণে ব্যাংকের তথ্যনিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়ে। গতকাল ব্যাংকের সাইবার সিকিউরিটি নিয়ে আয়োজিত এক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা তৈরি ও তাদের ভবিষ্যতের জন্য আরও দক্ষ করে গড়ে তুলতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সম্মেলনে দেশের ৫০টির বেশি ব্যাংকের ২০০ আইটি কর্মকর্তা অংশ নেন।

সম্মেলনে আলোচকেরা বলেন, দেশের ব্যাংক খাতে বড় ধরনের সাইবার হামলা ঠেকানোর মতো দক্ষ কর্মকর্তার ঘাটতি আছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান।

মূল প্রবন্ধে তিনি গত দুই বছরে দেশের ৬৮ শতাংশ ব্যাংক ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে বলে তথ্য তুলে ধরেন। এ ধরনের আক্রমণ ঠেকাতে ও ব্যাংকের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরে প্রযুক্তি কর্মকর্তা নিয়োগের পরামর্শ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, গত সপ্তাহে রিজার্ভের পরিমাণ কমে ৪১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি না এতে কোনো সমস্যা হবে। দেশের সার্বিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট রিজার্ভ রয়েছে। তবে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দেন গভর্নর।