মার্কেন্টাইল ব্যাংক আনল নতুন ৭ ধরনের কার্ড
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহকের জন্য নতুন সাত ধরনের কার্ড বাজারে এনেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠার ২৩ বছর পূর্ণ করছে আজ বৃহস্পতিবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজারে আনা নতুন সাত ধরনের কার্ডের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মোরশেদ আলম। এ জন্য গতকাল রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন সাতটি কার্ডের বিশেষত্ব হলো, ইএমভি প্রযুক্তিসম্পন্ন এসব কার্ড দিয়ে স্পর্শ ছাড়া লেনদেন করা যাবে। ইসলামি ব্যাংকিং গ্রাহকদের জন্য আছে শরিয়াভিত্তিক তিনটি ডেবিট ও ক্রেডিট কার্ড। আর প্রচলিত ধারার ব্যাংকিং গ্রাহকদের জন্য আছে সিগনেচার, প্লাটিনাম ও গোল্ড শ্রেণিতে ৪টি ক্রেডিট ও প্রিপেইড কার্ড।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক এ এস এম ফিরোজ আলম, আকরাম হোসেন, এম এ খান বেলাল ও মোহাম্মদ আবদুল আউয়াল ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী।