রূপালীতে যোগ দিলেন কাজী ছানাউল হক
রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কাজী ছানাউল হক। গতকাল রোববার তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় যোগ দেন। গত ৩০ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেন। ৬ জুন বাংলাদেশ ব্যাংক তাঁর নিয়োগের অনুমোদন দেয়।
রূপালী ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেন। এর আগে ছানাউল হক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন। এ ছাড়া তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কাজী ছানাউল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি