সৌদি খেজুর, ভিয়েতনামের নারকেল ও সুইট কর্ন চাষে সারা বছর মিলবে ঋণ

ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের আওতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কৃষকেরা সৌদি খেজুর, ভিয়েতনামের নারকেল, সুইট কর্ন ও কফি চাষের জন্য ঋণ পাবেন। এর মধ্যে কফি চাষ বাদে অন্য তিন পণ্যে সারা বছর ঋণ মিলবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের কৃষি-পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচিতে শস্য, ফসল, ফল-ফুল ইত্যাদির সঙ্গে সৌদি খেজুর, ভিয়েতনামের নারকেল, সুইট কর্ন ও কফি চাষ অন্তর্ভুক্ত হবে।

নির্দেশনা অনুযায়ী, সৌদি খেজুর চাষে (বাগান পরিচর্যার জন্য) প্রতি একরে ১০ লাখ ৫ হাজার ৪০০ টাকার ঋণ পাবেন একজন কৃষক। ভিয়েতনামের নারকেল উৎপাদনে একজন কৃষককে ৪ লাখ ২৯ হাজার টাকা ঋণ দেওয়া হবে। সুইট কর্ন চাষে প্রতি একরে ৬৬ হাজার টাকা এবং কফি চাষ করার জন্য প্রতি একরে সর্বোচ্চ ৩ লাখ ৮৪ হাজার টাকা ঋণ দেওয়া হবে কৃষককে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সৌদি খেজুর, ভিয়েতনামের নারকেল ও কফি চাষের জন্য সারা বছর ঋণ নিতে পারবেন কৃষক। তবে সুইট কর্নে ঋণ দেওয়া হবে বছরের ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ঋণ পরিশোধের স্বাভাবিক সময়সীমা ফসল সংগ্রহের পরই শুরু হবে।