default-image

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত আকিজ বোর্ডের সম্মানিত চ্যানেল পার্টনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল আকিজ বোর্ড বিজনেস কনফারেন্স–২০২০। গত শনিবার (২১ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আকিজ বোর্ডের চ্যানেল পার্টনাররা নিরলস সহযোগিতার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এবং তাঁদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এ কনফারেন্সের আয়োজন করা হয়। সম্মেলনে আকিজ বোর্ডের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্যসম্ভার ও গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়।

আকিজ বোর্ডের সম্মানিত চ্যানেল পার্টনারদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং, আকিজ বোর্ড মোহাম্মদ খোরশেদ আলম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আকিজ বোর্ডের সেলস এবং মার্কেটিং টিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। ছবি: বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন
মন্তব্য করুন