আধুনিক নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গ্রামীণফোনের পার্টনার উইপ্র

গ্রাহকদের জন্য আধুনিক নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান উইপ্রর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এখন থেকে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নেটওয়ার্ক আধুনিকায়ন ও উন্নয়নসংক্রান্ত কাজে পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে উইপ্র।

নতুন এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের কাজের পরিধি আরও বাড়াবে। গ্রামীণফোনকে টেকনোলজি পার্টনার হিসেবে উইপ্র অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন ও আইটি সিকিউরিটি ব্যবস্থাপনায় সহায়তা করে আসছে।

উন্নত মোবাইল সেবা ও উচ্চ মানসম্পন্ন নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার চাহিদা বাংলাদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উইপ্রর সুপ্রতিষ্ঠিত দক্ষতা ও অপারেটিং মডেল গ্রামীণফোনের সেবার মান উন্নয়নের পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল চাহিদা মেটাতে ভবিষ্যৎ আধুনিক প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক স্থাপনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফাইভ–জি, টাচ্‌ ফ্রি অপারেশন ও ফল্ট ম্যানেজমেন্টের মতো আধুনিক সব প্রযুক্তি নিয়ে যৌথভাবে কাজ করবে গ্রামীণফোন ও উইপ্র। উইপ্রর মতো গ্লোবাল টেক প্লেয়ারের সঙ্গে পার্টনারশিপের ফলে লোকাল ট্যালেন্টদের কাজ, চাকরি ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

উইপ্রর সঙ্গে চুক্তি বিষয়ে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার রাদে কোভাসেভিচ বলেন, ‘আমরা নেটওয়ার্ক ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছি, যা ভবিষ্যতে আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে খুব কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই পার্টনারশিপ গ্লোবাল প্রতিষ্ঠানের দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি দক্ষতার উন্নয়ন সম্ভব হবে এবং বাংলাদেশি ট্যালেন্টদের ভালো কাজের সুযোগ তৈরি করবে।’

উইপ্রর সাউথ এশিয়া ম্যানেজিং ডাইরেক্টর বেভি কাপুর বলেন, ‘বিশ্বব্যাপী উইপ্রর শক্তিশালী দক্ষতা ব্যবহার করে উন্নত ও আধুনিক সব উদ্ভাবন স্থানীয়ভাবে কাজে লাগানো হবে আমাদের প্রাথমিক কাজ। আইটি ও কোর টেলিকম নেটওয়ার্কে কনভারজেন্সের চাহিদার উত্তরোত্তর বৃদ্ধি, সফটওয়্যারনির্ভর নেটওয়ার্ক, ক্লাউড ফার্স্ট আর্কিটেকচার ও ফাইভ–জির জন্য গ্রামীণফোনের নেটওয়ার্কের উন্নয়ন ও আধুনিকায়নে আইটি ও ইনফ্রাস্টাকচার পার্টনার হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’