default-image

কনজিউমার ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ নিয়ে এল একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ। সম্প্রতি সিঙ্গার হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ডেল ল্যাপটপ তুলে ধরা হয়। এগুলো হলো ইন্সপায়রন ৫৪০২, ইন্সপায়রন ৭৩০৬ এবং ইন্সপায়রন ৫৪০৬।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ইন্সপায়রন ৫৪০২ ল্যাপটপ ও ইন্সপায়রন ৫৪০৬ (টু ইন ওয়ান) এ রয়েছে একাদশ প্রজন্মের কোর আই-৫-১১৩৫জি সেভেন প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-৩৩০ টু জিবি ডিডিআর ফাইভ গ্রাফিকস, ১৪ ইঞ্চি ফুল এইচডি ন্যারো বর্ডার ৩০০ নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং এইট জিবি ডিডিআর ফোর র‍্যাম। ইন্সপায়রন ৭৩০৬ (টু ইন ওয়ান) এ রয়েছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস সংবলিত ১৩.৩ ইঞ্চি এফএইচডি ট্রু লাইফ টাচ ন্যারো বর্ডার ডাব্লিউভিএ ডিসপ্লে।
এই ল্যাপটপের সঙ্গে ক্রেতারা উইন্ডোজ ১০ হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।

করপোরেট সংবাদ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন