মধ্যবিত্তের ঘরের চাহিদা মিটিয়ে প্রাণ–আরএফএল গ্রুপ বাংলাদেশের প্রায় প্রত্যেক মানুষের ঘরে স্থান করে নিয়েছে। এর ধারাবাহিকতায় আবাসনশিল্পে নিজেদের জায়গা করে নিতে প্রাণ–আরএফএল গ্রুপ প্রতিষ্ঠা করেছে ইজি বিল্ড। প্রাণ–আরএফএল এ ক্ষেত্রেও গুণগত মান নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। লক্ষ্য, মানুষকে সুলভ মূল্যে আবাসনের নিশ্চয়তা দেওয়া।
একই ছাদের নিচে সব ধরনের সেবা দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ইজি বিল্ড। রিয়েল এস্টেট, বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, থ্রি–ডি ভিজ্যুয়ালাইজেশন, আবাসিক ও বাণিজ্যিক ভবনের ডিজাইন, কিচেন অ্যাপ্লায়েন্স, গ্যাস বার্নার ক্লিনিং সার্ভিসসহ সব ধরনের নির্মাণ উপকরণ, যেমন রং, ফিনিশিং, আসবাব ও স্যানিটারি সেবা দিচ্ছে ইজি বিল্ড।
ইজি বিল্ড একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। নির্মাণের কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে তারা। অভিজ্ঞ লোকবল ও ব্যবস্থাপনার কারণে ভোক্তাদের আস্থা অর্জন করেছে ইজি বিল্ড। এ পর্যন্ত ২০টির বেশি প্রকল্প সম্পন্ন করেছে ইজি বিল্ড। সফল বিনিয়োগের কারণে ইজি বিল্ড আবাসনশিল্পে নিজেদের অবস্থান তৈরি করেছে। ভবনের গুণগত মান, চারপাশের ভৌত, প্রাকৃতিক পরিবেশ ও সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ইজি বিল্ড শুরু থেকেই আপসহীনভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।