এক ছাদের নিচে স্থাপত্যের সব সেবা

মধ্যবিত্তের ঘরের চাহিদা মিটিয়ে প্রাণ–আরএফএল গ্রুপ বাংলাদেশের প্রায় প্রত্যেক মানুষের ঘরে স্থান করে নিয়েছে। এর ধারাবাহিকতায় আবাসনশিল্পে নিজেদের জায়গা করে নিতে প্রাণ–আরএফএল গ্রুপ প্রতিষ্ঠা করেছে ইজি বিল্ড। প্রাণ–আরএফএল এ ক্ষেত্রেও গুণগত মান নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। লক্ষ্য, মানুষকে সুলভ মূল্যে আবাসনের নিশ্চয়তা দেওয়া।

একই ছাদের নিচে সব ধরনের সেবা দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ইজি বিল্ড। রিয়েল এস্টেট, বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, থ্রি–ডি ভিজ্যুয়ালাইজেশন, আবাসিক ও বাণিজ্যিক ভবনের ডিজাইন, কিচেন অ্যাপ্লায়েন্স, গ্যাস বার্নার ক্লিনিং সার্ভিসসহ সব ধরনের নির্মাণ উপকরণ, যেমন রং, ফিনিশিং, আসবাব ও স্যানিটারি সেবা দিচ্ছে ইজি বিল্ড।

ইজি বিল্ড একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। নির্মাণের কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে তারা। অভিজ্ঞ লোকবল ও ব্যবস্থাপনার কারণে ভোক্তাদের আস্থা অর্জন করেছে ইজি বিল্ড। এ পর্যন্ত ২০টির বেশি প্রকল্প সম্পন্ন করেছে ইজি বিল্ড। সফল বিনিয়োগের কারণে ইজি বিল্ড আবাসনশিল্পে নিজেদের অবস্থান তৈরি করেছে। ভবনের গুণগত মান, চারপাশের ভৌত, প্রাকৃতিক পরিবেশ ও সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ইজি বিল্ড শুরু থেকেই আপসহীনভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।