বিভিন্ন ব্র্যান্ডের চারু ও কারুকলার সামগ্রী এবং শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে, এমন খেলনাসহ নানা ধরনের পণ্য অনলাইনে বিক্রি করে চকপেন্সিল ডটকম। শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে কাজ করা এই প্রতিষ্ঠান এবার এই প্রথম এনজেল বিনিয়োগ পেয়েছে।
তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডব্লিউপি ডেভেলপার ও এআরকমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানের নেতৃত্বে কয়েকজন বিনিয়োগকারী চকপেন্সিলে বিনিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম ডব্লিউপি ডেভেলপারের প্রধান নির্বাহী নাজমুল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এম আসিফ রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা চকপেন্সিলে এক কোটি টাকার কিছু কম অর্থ বিনিয়োগ করেছি। খুব শিগগির আমাদের আরও বিনিয়োগ করার পরিকল্পনা আছে।’ তিনি আরও বলেন, ‘এত দিন চকপেন্সিল বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বিক্রি করত। এখন আমরা নিজেরাই পণ্যের নকশা করে দেশীয় কারখানায় উৎপাদনে যাচ্ছি। একই সঙ্গে স্কুলগুলোর সঙ্গে চারু ও কারুকলার কোর্স নিয়ে কাজ করব। শিশুরা যাতে মুঠোফোনের প্রতি আসক্ত না হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
শিশু–কিশোরদের আরও বেশি সৃজনশীল কাজে যুক্ত করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের শুরুর দিকে চকপেন্সিল ডটকম প্রতিষ্ঠা করেন সাইফ আল দ্বীন ফারাবী। বেসরকারি একটি ব্যাংকে কর্মজীবন শুরু করা এই উদ্যোক্তা বেশ কিছুদিন বিজ্ঞাপনী সংস্থায়ও কাজ করেছেন।
সাইফ আল দ্বীন ফারাবী বলেন, ‘শুরুর পর ক্ষুদ্র পরিসরে কাজ করেছে চকপেন্সিল। তবে করোনাকালের ছুটিতে সবার মতো আমরাও উপলব্ধি করি, কোমলমতি শিশুদের মানসিক স্বাস্থ্যের কী অবস্থা হচ্ছে। যে দুরন্ত শিশুরা সারা দিনে ছুটে বেড়াত, হঠাৎ করেই তারা যেন অদৃশ্য শিকলে বন্দী হয়ে যায়। কার্টুন দেখা, মুঠোফোনে গেম বা ইউটিউব দেখা ছাড়া তাদের আর যেন কিছুই করার ছিল না। ঠিক তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি, শিশুদের এই স্ক্রিন টাইম কমিয়ে সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে।’
একেক বয়সে শিশুদের একেক ধরনের সৃজনশীল বিকাশ হয়, তাই যথাযথ অভিভাবকত্ব প্রয়োজন। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে চকপেন্সিল।