এমজিএম হেলথকেয়ারের প্রথম কানেক্ট সেন্টার এখন ঢাকায়
বাংলাদেশের রোগীদের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে রাজধানী ঢাকায় ‘এমজিএম হেলথকেয়ার কানেক্ট সেন্টার’ চালু করেছে এমজিএম হেলথকেয়ার। এই সেন্টার থেকে এমজিএম হেলথকেয়ার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা দিতে পারবে।
এমজিএম হেলথকেয়ারের পরিচালক প্রশান্ত রাজা গোপালন আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই সেন্টার উদ্বোধন করেন। এ সময় এমজিএম হেলথকেয়ারের পরিচালক ও ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড স্পাইনাল ডিসঅর্ডারের গ্রুপ হেড ডা. শ্রীধর কে, সিনিয়র কনসালট্যান্ট ও ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জারি ডা. সঞ্জীব মোহান্তি, ইনস্টিটিউট অব লিভার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারির পরিচালক থিয়াগরাজন শ্রীনিবাসন, ক্লিনিক্যাল লিড ইনস্টিটিউট অব রেনাল সায়েন্সেস অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরিচালক ভি চন্দ্রশেকরন উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরপর এমজিএম হেলথকেয়ার স্থানীয় একটি হোটেলে ৪০টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, রুবিনা রেজা জুঁই ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।