ওয়েবওএস টিভির একমাত্র বাংলাদেশি উৎপাদক ওয়ালটন

ওয়েবওএস টিভির লাইসেন্সপ্রাপ্ত ওইএম উৎপাদক হয়েছে ওয়ালটন। প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি ইলেকট্রনিকসের (এলজিই) ওয়েবএস টিভির প্ল্যাটফর্ম বিজনেস ইউনিটের কাছ থেকে ‘লিডিং ওইএম ফ্যাক্টরি’ হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছে ওয়ালটন। এর মাধ্যমে ওয়েবওএস টিভি প্ল্যাটফর্মে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দেশীয় টেলিভিশন উৎপাদন খাত।

ওয়েবওএস হলো গ্রাহকবান্ধব মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, যা তৈরি করেছে এলজিই। বিভিন্ন দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ডের টিভিতে ওয়েবওএস প্ল্যাটফর্ম ব্যবহারের লক্ষ্যে তাদের লাইসেন্সপ্রাপ্ত পার্টনার করেছে এলজিই। সম্প্রতি তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বাজারের জন্য ওয়ালটনকে তাদের অন্যতম একটি লিডিং ‘ওডিএম ফ্যাক্টরি’ হিসেবে ঘোষণা করেছে। ফলে ওয়েবওএস টিভির যেকোনো ওইএম বা ওডিএম অংশীদারদের চাহিদা মেটাতে পারবে ওয়ালটন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সম্প্রতি এলজি ইলেকট্রনিকস ইনকরপোরেশন এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মধ্যে চুক্তি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমেরিকার লাস ভেগাসে এলজি ও ওয়ালটন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ব্যবসায়িক বৈঠকে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিকস ইনকরপোরেশনের সাং জুন জিওন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সরকার, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম ও ওয়ালটন টিভির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। এতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ওয়েবওএস টিভির জন্য প্রথম ও একমাত্র বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত নির্মাতার স্বীকৃতি পায়।

জানা গেছে, ওয়ালটন ওয়েবওএস টিভি ডিজাইন করা হয়েছে ফোর-কে আল্ট্রা এইচডি, ফুলএইচডি ও এইচডি রেজ্যুলেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অপারেটিং সিস্টেম দ্বারা। সহজে নিয়ন্ত্রণ করার জন্য এই টিভিতে আছে ইন্টিগ্রেটেড এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) অ্যালগরিদম এবং ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচার। আর ভয়েস কমান্ড ব্যবহারকারীদের ঝামেলা ছাড়াই স্মার্ট ডিভাইসগুলো পরিচালনা করতে সাহায্য করে। সেই সঙ্গে এলজি থিংকিউ অ্যাপের মাধ্যমে ম্যাজিক রিমোট বা স্মার্টফোনের ভয়েস সহায়তায় পছন্দমতো বিনোদন উপভোগের সুবিধা দেয়।

ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী ফিচারের মাধ্যমে স্মার্ট টিভির নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। তাই ওয়ালটন অর্জন করেছে ওয়েবওএস টিভির প্রথম বাংলাদেশি লাইসেন্সড ম্যানুফ্যাকচারারের স্বীকৃতি। গুগল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মতো ওয়ালটন এখন দেশেই ওয়েবওএস টিভি উৎপাদন ও বাজারজাত করবে। তার প্রত্যাশা, ওয়েবওএস টিভি তৈরির এই নতুন উদ্যোগের ফলে দেশের বাজারে ওয়ালটন স্মার্ট টিভির চাহিদা কয়েকগুণ বাড়বে।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে দেশের বৃহত্তম টেলিভিশন গবেষণা ও উদ্ভাবনকেন্দ্রসহ আছে আন্তর্জাতিক মানের টিভি উৎপাদন কারখানা। সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে ৩২-ইঞ্চি থেকে শুরু করে ৫৫-ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের বেসিক এলইডি ও গুগল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি তৈরি করা হচ্ছে এখানে।