কৃষি খাতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের প্রশংসাপত্র পেল এক্সিম ব্যাংক

করোনাকালে কৃষি খাতে সরকারি প্রণোদনা স্কিমের বিনিয়োগ বিতরণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছে এই প্রশংসাপত্র হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক আবদুল হাকিমসহ বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এক্সিম ব্যাংক কৃষি খাতে সরকারি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত অর্থের ১০১ দশমিক ১৯ শতাংশ বিতরণ করেছে।