টিম গ্রুপের শ্রমিকেরা টিকা পেলেন

টিম গ্রুপের ফোরএ ইয়ার্ন ডায়িং কারখানার ৮ হাজার শ্রমিকের মধ্যে ৭০ শতাংশকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।গতকাল সোমবার সাভারে
ছবি: টিম গ্রুপ

টিম গ্রুপের ৯ হাজার পোশাকশ্রমিক পেলেন করোনাভাইরাসের টিকা
রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান টিম গ্রুপের ছয়টি কারখানার ১৮ হাজার শ্রমিকের মধ্যে ৯ হাজার শ্রমিককে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সাভারের ফোরএ ইয়ার্ন ডায়িং কারখানার ৮ হাজার শ্রমিকের মধ্যে ৭০ শতাংশকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

টিম গ্রুপ জানিয়েছে, কয়েক দফায় তাদের গ্রাম টেক নিট ডায়িং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ব্রাদার্স ফ্যাশন ও মার্স স্টিচের শ্রমিকদের টিকার প্রথম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। বাকি সিবিএম ইন্টারন্যাশনাল ও সাউথ ইন্ড সোয়েটারের শ্রমিকেরাও শিগগিরই টিকা পাবেন। আগামী জানুয়ারি মাসের মধ্যে কোম্পানির শতভাগ শ্রমিক করোনা টিকার প্রথম ডোজ পাবেন।