বারিধারায় ডিবিএলের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার

নান্দনিকতার ছাপ ধরে রেখে প্রিমিয়াম মানের সিরামিক টাইলসের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা ডিবিএল সিরামিকস এখন দেশীয় টাইলস শিল্পে একটি অনন্য নাম।

বাসাবাড়ি, করপোরেট অফিস, কলকারখানা থেকে শুরু করে হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রকল্পেও নিজেদের সৃজনশীলতার ছাপ রাখছে প্রতিষ্ঠানটি। শুধু টাইলসের নকশায় নয়, উদ্ভাবনী পন্থায় ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দিতে বর্তমানে ঢাকার হাতিরপুল ও প্রগতি সরণি এবং রংপুরে ডিবিএল সিরামিকসের রয়েছে তিনটি এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার। আর সর্বশেষ সংযোজন হিসেবে বারিধারায় চালু হয়েছে নতুন এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার বা প্রদর্শনীকেন্দ্র।

বারিধারায় ২ হাজার ৭০০ বর্গফুটের আয়তনের ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারটি দেশের টাইলসের বাজারে যোগ করেছে আধুনিকতা আর উদ্ভাবনের নতুন মাত্রা। ডিবিএল ও ইতালির একটি স্থাপত্য প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় সেন্টারটির নকশা করা হয়েছে। এ সেন্টারে ভার্চ্যুয়াল রিয়ালিটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই দেখতে পাবেন তাঁদের পছন্দের টাইলস দিয়ে সাজানো ঘর। এই ডিসপ্লে সেন্টারে গ্রাহকেরা খুঁজে পাবেন সিরামিক টাইলসের বিশাল কালেকশন, যার মধ্যে রয়েছে পলিশ টাইলস, গ্লেজড ওয়াল টাইলস, ডেকর টাইলস, স্টেয়ার টাইলস ইত্যাদি। ডিসপ্লে সেন্টারের এক কোনায় আছে কফি লাউঞ্জ।

শিগগিরই সিলেট ও চট্টগ্রামে চালু হতে যাচ্ছে ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার।