মধ্যবিত্তের আবাসন চাহিদা পূরণে ইনটেক প্রপার্টিজ
উন্নয়নশীল দেশে আবাসন গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশেও এই খাত দ্রুত বিকশিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের আবাসন খাতের অন্যতম সংকট হলো, ক্রেতাদের আস্থার অভাব। এর পেছনে ডেভেলপার কোম্পানিগুলোর দায় আছে। ১০ জন ক্রেতার মধ্যে যদি একজন ক্রেতাও হয়রানির শিকার হন, তাহলেও এই খাত দায় এড়াতে পারে না। এই আস্থাহীনতার কারণে প্রবাসী বাঙালিদের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে।
ইনটেক প্রপার্টিজ লিমিটেড এই দুর্নাম ঘোচানোর চেষ্টা করছে। তাদের প্রকল্পগুলো দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। কোভিড ও নানাবিধ সমস্যার কারণে অনেক আবাসন প্রতিষ্ঠান যথা সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারছে না। কিন্তু ইনটেক প্রপার্টিজ লিমিটেড গ্রাহকদের হাতে সময়মতো ফ্ল্যাট হস্তান্তরের চেষ্টা করছে। এ নিয়ে কোম্পানির আন্তরিকতার ঘাটতি নেই।
বিভিন্ন প্রকল্প ক্রেতাদের কাছে তুলে ধরার জন্য দেশে-বিদেশে বিভিন্ন আবাসন মেলায় অংশগ্রহণ করছে ইনটেক প্রপার্টিজ লিমিটেড। মেলায় অংশগ্রহণের মাধ্যমে কোম্পানিটি চলমান ও ভবিষ্যতের প্রকল্পগুলো অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছে।
এর মধ্যে ইনটেক প্রপার্টিজ লিমিটেড ২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাব উইন্টার ফেয়ারে অংশগ্রহণ করে বেশ সাফল্য অর্জন করেছে। এ ছাড়া দুবাইয়ের শারজায় অনুষ্ঠিত রিহ্যাব ফেয়ার-২০১৯ এবং জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ব বসতি দিবস মেলা-২০১৯–এ অংশগ্রহণ করে। মেলায় অনেক ক্রেতা এসেছেন। তাঁদের তথ্যভান্ডার তৈরি করে ইনটেক প্রপার্টিজ লিমিটেড কাজ করছে।
ইনটেক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম দেশের আবাসন খাতের তরুণ ব্যক্তিত্ব। মধ্যবিত্তের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন তিনি। পাশাপাশি তিনি একজন সমাজসেবক।
এম ফখরুল ইসলাম রিহ্যাবের প্রচার-প্রচারণাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (সিআইএসসি) স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য তিনি। কাজের স্বীকৃতি হিসেবে এম ফখরুল ইসলাম বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।