মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমোডিটিজ মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা কামারুদ্দিনকে গোল্ড এমব্লেম সম্মাননা দিয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউআইটিএস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শুক্রবার রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে জুরাইদা কামারুদ্দিনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়েছে। ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সোলায়মান।
ইউআইটিএস কর্তৃপক্ষ মালয়েশিয়ার মন্ত্রী জুরাইদা কামারুদ্দিনকে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি নিয়ে তাঁর দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান। জবাবে জুরাইদাহ কামারুদ্দিন বলেন, মালয়েশিয়ার সঙ্গে ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলিসহ বাংলাদেশের শিক্ষা ও শিল্প খাতের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, পিএইচপি ফ্যামিলি ও বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থার উপদেষ্টা জিল্লুর রহমান, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল মাড জাইদি বিন মোদ কারলি ও ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনার।