মেঘনা গ্রুপ কুমিল্লা জেলা প্রশাসনকে দিল ২০টি অক্সিজেন সিলিন্ডার
করোনা সংকট মোকাবিলার বর্তমান পরিস্থিতিতে, কুমিল্লা জেলা প্রশাসনের পাশে দাঁড়াল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এমজিআইয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসনকে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) সিলিন্ডারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কুমিল্লা জেলার করোনা আক্রান্ত রোগীদের সাহায্যার্থে এমজিআইয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর এবং বিনা মূল্যে রিফিল করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এমজিআইয়ের পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) হাসান জামিল সিলিন্ডারগুলো আনুষ্ঠানিকভাবে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে হস্তান্তর করেন।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার অতীশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এবং এমজিআইয়ের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি