লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক সনদ অর্জন

ক্রেডিট কার্ড গ্রাহকদের তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করায় পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সনদ পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পিসিআই এসএসসির আবশ্যিক নিয়ম অনুযায়ী কার্যকারিতা, দক্ষতা, গোপনীয়তা রক্ষা ও বিশ্বস্ততা নিশ্চিত করার পুরস্কার হিসেবে এই স্বীকৃতি পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
লংকাবাংলা ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বীকৃতি প্রসঙ্গে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার বলেন, ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) স্বীকৃতি অর্জন আমাদের জন্য আনন্দের। পেমেন্ট কার্ডের সুরক্ষা আমাদের ব্যবসার অপরিহার্য অংশ এবং আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি।’

খাজা শাহরিয়ার বলেন, ‘এই স্বীকৃতি নিশ্চিত করে, আমাদের প্রতিষ্ঠান নির্ধারিত সব কমপ্লায়েন্স মেনে চলে এবং ডেটা সুরক্ষার প্রধান বিষয় অর্থাৎ গোপনীয়তা, বিশ্বস্ততা ও প্রাপ্যতা নিশ্চিত করে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড নিরবচ্ছিন্নভাবে উৎকৃষ্ট আর্থিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি প্রতিষ্ঠানটি অংশীজনদের সর্বোচ্চ মূল্য দিতে কাজ করে যাচ্ছে।

দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন লংকাবাংলা ফাইন্যান্স দৃঢ় ব্যবসায়িক মনোভাবের জন্য সুপরিচিত। অভিজ্ঞতার সঙ্গে দক্ষতার সমন্বয় ঘটিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের উৎকৃষ্ট মানের আর্থিক সেবা দিতে বদ্ধপরিকর।