সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছে এনআরবিসি ব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশের সব ব্যাংকের মধ্যে তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে এই পুরস্কার পেল ব্যাংকটি।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সম্প্রতি জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনীতি) রিয়াদ হোসেন, শ্রীলঙ্কার মন্ত্রী মাহিন্দা অমরাউইরা, প্রতিমন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যবসার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতিবছর এই পুরস্কার দিতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) আয়োজন করা হয়। পুরস্কারের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়।
পুরস্কার গ্রহণের পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ‘আর্থিক প্রযুক্তি বা ফিনটেক ছাড়া এখনকার ব্যাংক চলতে পারে না। ব্যাংকিং সেবা প্রসারে আমরা ফিনটেকের ব্যবহার বাড়িয়েছি। করপোরেট সুশাসন, নেটওয়ার্ক সম্প্রসারণ ও আর্থিক সূচকে আমাদের যে অগ্রগতি হয়েছে, তা মূলত ফিনটেকের কারণে।’
প্রসঙ্গত, ২০১৩ সালে ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। স্বল্প খরচে সেবা দিতে উপশাখা ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, প্ল্যানেট অ্যাপসহ নানাভাবে সেবা দিচ্ছে ব্যাংকটি। সারা দেশে ৮৮টি শাখার পাশাপাশি ৫৫০টি উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি বিআরটিএ, ভূমি রেজিস্ট্রেশন অফিস, রাজস্ব সংগ্রহসহ সরকারি বিভিন্ন সেবার ফি আদায় করছে এনআরবিসি ব্যাংক।