বগুড়ার ঈদ–বাণিজ্য
এবারের ঈদে ৩০০ কোটি টাকার সেমাইয়ের ব্যবসা
ব্যবসায়ীরা জানান, করোনার কারণে গত দুই বছরের মন্দা কাটিয়ে এবার চাঙা ভাব ফিরেছে ব্যবসায়।
এবারের ঈদকে কেন্দ্র করে ভালো ব্যবসা হয়েছে বগুড়ার বিখ্যাত লাচ্ছা ও চিকন সেমাইয়ের। এ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলছেন, সব মিলিয়ে এবার ৩০০ কোটি টাকার সেমাই বিক্রি হয়েছে, যার ফলে করোনার ধাক্কা কাটিয়ে আবারও সুদিন ফিরেছে এখানকার সেমাইয়ের ব্যবসায়।
বগুড়ার সেমাই কারখানার মালিক, কারিগর ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ জেলার লাচ্ছা ও চিকন সেমাইয়ের বেশ কদর রয়েছে দেশজুড়ে। জেলায় রয়েছে ছোট-বড় হাজারখানেক সেমাই কারখানা। ব্যবসা ভালো হলেও বাড়তি দাম নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে ক্রেতাদের মধ্যে। অবশ্য কারখানামালিকেরা বলছেন, বাজারে ময়দা, ভোজ্যতেলসহ সেমাই তৈরির সব ধরনের কাঁচামালের দাম বেশি। এ কারণে সেমাইয়ের দাম বেড়েছে।
সেমাই ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের দাবি, দেশের সিংহভাগ সেমাইয়ের জোগান দেয় বগুড়ার কারখানাগুলো। পাশাপাশি বিদেশে রপ্তানিও হচ্ছে। সব মিলিয়ে এবার ৩০০ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এখানকার কারিগরদের তৈরি সেমাইয়ের কদর এতটাই জনপ্রিয় যে ড্যানিশ, বনফুলসহ অনেক নামীদামি কোম্পানিও এখানে কারখানা স্থাপন করেছে। করোনার কারণে গত দুই বছর সেমাইয়ের ব্যবসায় মন্দা ছিল। এবার চাঙা ভাব বিরাজ করছে।
বগুড়ার প্রবীণ শিক্ষাবিদ বজলুল করিম জানান, ত্রিশের দশকে কলকাতার নাখোদা মসজিদকেন্দ্রিক লাচ্ছা সেমাইয়ের প্রচলন ছিল। সেই নাখোদা মসজিদ থেকে ঈদের আগে ট্রেনযোগে সেমাই নিয়ে এসে বগুড়ায় বিক্রি করা হতো। এরপর ধীরে ধীরে এখানে লাচ্ছা সেমাই তৈরির ছোট-বড় কারখানা গড়ে ওঠে। জেলার কাহালু উপজেলার শেখাহারে গড়ে ওঠা শতাধিক কারখানা থেকে ঈদ উৎসবে কয়েক হাজার টন লাচ্ছা সেমাই সরবরাহ করা হয় রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বড় বড় শহরে।
বগুড়া জেলা বেকারি মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের চাহিদাকে কেন্দ্র করে জেলায় লাচ্ছা সেমাই তৈরির দেড় শতাধিক কারখানা গড়ে উঠেছে। বড় কারখানায় প্রতিদিন গড়ে দেড় হাজার কেজি লাচ্ছা সেমাই তৈরি হয়। এ ছাড়া ছোট আকারের ৮৫০ কারখানায় দৈনিক গড়ে ৬২ লাখ কেজি সেমাই উৎপাদিত হয়।
বগুড়ার প্রসিদ্ধ রাজা লাচ্ছা সেমাই কারখানার মালিক রাজা মিয়া বলেন, লাচ্ছা সেমাইয়েরও প্রসার ঘটে চল্লিশের দশকে। শুরুর দিকে কলকাতা ও হুগলি থেকে এনে বিক্রি করা হতো। ষাটের দশকে বগুড়ার চিকন ও লাচ্ছা সেমাইয়ের সুনাম দেশজুড়ে ছড়িয়ে পড়ে। আশির দশকের পর বৈচিত্র্যময় স্বাদ ও মানের লাচ্ছা সেমাই তৈরিতে খ্যাতি ছড়ায় আকবরিয়া ও এশিয়া সুইটসের।
এশিয়া সুইটসের কারখানায় দুই দশক ধরে লাচ্ছা সেমাই তৈরির প্রধান কারিগর হিসেবে কাজ করছেন আবদুল কাদের। তিনি বলেন, বর্তমানে এশিয়া ডালডা লাচ্ছা ও ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তৈরি করছে। এ কাজ করে দৈনিক ১ হাজার ২০০ টাকা পারিশ্রমিক পান।
চল্লিশের দশকে ভারত ও পাকিস্তান থেকে কয়েকজন কারিগর এসে বগুড়া শহরতলির চারমাথা–গোদারপাড়া এলাকায় চিকন সেমাই বানানো শুরু করেন। পরে শ্যাঁওলাগাতি গ্রামের দুলু মিয়া তাঁর এলাকায় প্রথম চিকন সেমাই তৈরি শুরু করেন। তাঁর হাত ধরে আশপাশের গ্রামের অনেকেই চিকন সেমাই তৈরির সঙ্গে যুক্ত হন। অল্পদিনেই কয়েকটি গ্রাম মিলে এ এলাকা ‘চিকন সেমাইপল্লি’ হিসেবে খ্যাতি পায়। বগুড়ার চিকন সেমাই কারিগরদের মধ্যে জনপ্রিয় বেজোড়া গ্রামের মাকসুদা বেগম। তিনি বলেন, বেজোড়া, ঘাটপাড়া, শ্যাঁওলাগাতিসহ আশপাশের ৮–১০টি গ্রামের নারীদের হাতে প্রায় ৫০ বছর ধরে তৈরি হচ্ছে চিকন সেমাই।
এদিকে চলতি মৌসুমে লাচ্ছা ও চিকন সেমাইয়ের দাম গত বছরের তুলনায় কেজিপ্রতি ৫০ টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, গত বছর এশিয়া সুইটস, আকবরিয়া, শ্যামলী, কোয়ালিটি, খাজা বেকারি, ফুড ভিলেজসহ নামীদামি ব্র্যান্ডের ডালডায় ভাজা লাচ্ছা সেমাইয়ের প্রতি কেজির দাম ছিল ২২০ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৬০ থেকে ২৮০ টাকা। ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ের প্রতি কেজির দাম গত বছর ছিল ৮০০ টাকা। এ বছর তা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকায়। আর গত বছর প্রতি কেজি চিকন সেমাইয়ের দাম ছিল ১০০ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা।
বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে খাজা কনফেকশনারির ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ শেখ বলেন, আগের বছর পাম তেলের দাম ছিল প্রতি ড্রাম ১৭ হাজার টাকা। এখন সেই পাম তেলের ড্রাম কিনতে হচ্ছে সাড়ে ২৮ হাজার টাকায়। বেড়েছে ময়দা, ডালডা ও ঘিয়ের দামও। কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ দামে লাচ্ছা সেমাই বিক্রি করতে হচ্ছে।
বগুড়ার সেমাইয়ের ব্যবসা সম্পর্কে জেলা চেম্বারের সহসভাপতি মাফুজুল ইসলাম বলেন, এখানকার কারিগরদের তৈরি সেমাইয়ের কদর এতটাই জনপ্রিয় যে ড্যানিশ, বনফুলসহ অনেক নামীদামি কোম্পানিও এখানে কারখানা স্থাপন করেছে। করোনার কারণে গত দুই বছর সেমাইয়ের ব্যবসায় মন্দা ছিল। এবার চাঙা ভাব বিরাজ করছে।