টিকা পেতে দেরি হওয়ায় নাবিকদের চাকরিতে সমস্যা
বছরে ৪৭ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় অর্জনকারী বাংলাদেশি সমুদ্রগামী জাহাজের ১০ হাজার নাবিক প্রধানত চার ধরনের বিপদে আছেন। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজারকোটি টাকা।
নাবিকদের বিপদগুলো হচ্ছে করোনার টিকা পেতে দেরি, নৌপরিবহন অধিদপ্তর থেকে সার্টিফিকেট অব প্রফিসিয়েন্সি (সিওপি) পেতে দীর্ঘসূত্রতা, বাংলাদেশ ও সিঙ্গাপুরে করোনা পরীক্ষার যথাযথ ব্যবস্থা না থাকা ও নাবিকদের জন্য ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ সংকোচন।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) আয়োজিত ‘বিশ্বায়নের যুগে মেরিটাইম সেক্টরের আধুনিকায়ন: পুঞ্জীভূত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএমএমওএর সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী। আর লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান।