নেপাল ও ভিয়েতনাম থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে করের পরিমাণের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে অষ্টম। এমনিতেই কয়েক বছর ধরে কর-জিডিপি অনুপাত ৮ শতাংশের ঘরে। করোনার কারণে সেটি ৭ শতাংশের ঘরে নেমেছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি কর-জিডিপি অনুপাত নেপালের, প্রায় ১৯ শতাংশ। আবার সরকারের নানা সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছিল। তবে গত বছর ভিয়েতনাম দ্বিতীয় স্থানটি দখল করে নেয়। ভিয়েতনাম রপ্তানিতে প্রতিনিয়ত ভালো করলেও হারছে বাংলাদেশ।

এমন প্রেক্ষাপটে কর-জিডিপি অনুপাত ও রপ্তানিতে ভালো করতে নেপাল ও ভিয়েতনাম থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে গতকাল শনিবার ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রেক্ষিত’ শীর্ষক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।

আলোচনায় আরও বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদী সাত্তার, বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক মোহাম্মদ আবদুল মোমেন, ইউএনডিপি বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ নাজনীন আহমেদ প্রমুখ।