ব্যবসা বন্ধ হবে না ভালো ই–কমার্স কোম্পানিগুলোর
‘ভালো ই-কমার্স কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হবে। কারণ, ই-কমার্স খাতে লাখ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। যারা সৎভাবে ব্যবসা করছে, তাদের কোনো সমস্যা হবে না। তাদের ব্যবসা আমরা বন্ধ করতে চাই না।’
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য গঠিত কমিটির প্রথম বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান এসব কথা বলেন।
অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজীব উল আলম। এ ছাড়া বৈঠকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার এবং তথ্যপ্রযুক্তি বিভাগ, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ই-কমার্সের জন্য নতুন আইন প্রণয়ন এবং কর্তৃপক্ষ গঠনের পক্ষে কেউ মত দেননি। তবু সফিকুজ্জামানকে প্রধান করে গত সপ্তাহে গঠিত ই-কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত ১৬ সদস্যের কমিটি এ ব্যাপারে নতুন একটি উপকমিটি গঠন করেছে।
সফিকুজ্জামান বলেন, উপকমিটির প্রতিবেদনের সুপারিশের ওপর নির্ভর করবে আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন করা হবে কি না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, প্রতিযোগিতা কমিশন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন আছে। এমনও হতে পারে বর্তমান আইনগুলোকে সংশোধন করে নতুন কোনো ধারা, উপধারা সংযোজন হবে। তবে ডিজিটাল কমার্স সেলকে শক্তিশালী করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় দুই বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে ই-কমার্স খাতের বর্তমান দুরবস্থা দেখতে হতো না। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সফিকুজ্জামান বলেন, ‘ক্ষতি যা হয়েছে, হয়ে গেছে। সুনির্দিষ্ট এই প্রশ্নের জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই।’