যে কারণে বিউটি পারলার থেকে ভ্যাট কমাতে চায় না এনবিআর
বিউটি পারলারের সেবার ওপর ভ্যাট কমবে না বলে জানিয়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ রোববার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে চেম্বার ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রাক্–বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।
সভায় ব্যবসায়ীরা বিউটি পারলারের ওপর থেকে ভ্যাট কমানোর প্রস্তাব করেন। ওই প্রস্তাবের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট (মূল্য সংযোজন কর) দেন ভোক্তারা। আপনারা ভোক্তার কাছ থেকে সেই অর্থ আদায় করে শুধু সরকারকে দেন। চুল কাটার জন্য যিনি ২৫০ টাকা খরচ করেন, তাঁর ওপর ভ্যাটের চাপ থাকা উচিত কি না? তাই আজ ঘোষণা দিয়ে যাই, বিউটি পারলার থেকে ভ্যাট কমবে না। এ ক্ষেত্রে কোনো যুক্তি নেই ভ্যাট কমানোর।’
চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় ব্যবসায়ীদের নানা প্রস্তাবের বিষয়ে পর্যালোচনা করে বক্তব্য দেন এনবিআর সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা ও সামস উদ্দিন আহমেদ।
দেশে উৎপাদিত ইলেকট্রিক সুইচশিল্পকে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রস্তাবের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশীয় শিল্পের সক্ষমতা না থাকলে ঢালাওভাবে সহযোগিতা করে ভোক্তাদের ভালো মানের পণ্য ব্যবহার থেকে বঞ্চিত করা যাবে না। কোন জায়গায় কতটুকু দেশীয় শিল্পের সক্ষমতা তৈরি হলো এবং কতটুকু সহযোগিতা কোন পর্যায়ে দিতে হবে, তা বিবেচনা করা হচ্ছে। ধীরে ধীরে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়লে আমরা সহযোগিতা দিয়ে যাব। আমরা চাই যেসব পণ্য আমরা বানাতে পারি, তা যদি গুণগত মানের হয়, তাহলে আর একটিও আমদানি করব না।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়বে। কর কমিয়ে জিনিসের দাম কমাতে হবে, এমন উদ্যোগ বা চেষ্টা স্বাভাবিক নয়। এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে শুল্কসংক্রান্ত ৮৪টি, ভ্যাটসংক্রান্ত ২২টি এবং আয়করসংক্রান্ত ১০২টি প্রস্তাব লিখিতভাবে এনবিআরে জমা দেওয়া হয়েছে।
আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে এনবিআর। তারই অংশ হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়।