রিজওয়ান রাহমান আবার ঢাকা চেম্বারের সভাপতি

ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান রাহমান আবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন
ছবি: ঢাকা চেম্বারের সৌজন্যে

ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান রাহমান আবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলে টানা দুই বছর তিনি ডিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া আরমান হক ঊর্ধ্বতন সহসভাপতি ও মনোয়ার হোসেন সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আরমান হক ইনস্টার লিমিটেড ও আরমান হক ডেনিমসের চেয়ারম্যান। আর মনোয়ার হেসেন মেসার্স মনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসার সঙ্গেও তিনি সম্পৃক্ত।

রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আজ বুধবার চেম্বারের ৬০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে রিজওয়ান রাহমানকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। আজই তিনি ২০২২ সালের জন্য চেম্বারের দায়িত্বভার গ্রহণ করেন। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ ১৮ সদস্যের। প্রত্যেক পরিচালক তিন বছরের জন্য নির্বাচিত হন। সেই হিসাবে প্রতিবছর নতুন করে ছয়জন পরিচালক যুক্ত হন পর্ষদে। নবনির্বাচিত পরিচালকেরা হলেন ইউনিমার্টের পরিচালক মালিক তালহা ইসমাইল বারী, বেঙ্গল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল মান্নান, নাইস পাওয়ার অ্যান্ড আইটি সলিউশনের এমডি মো. হাবিব উল্লাহ, জে এন করপোরেশনের স্বত্বাধিকারী মো. জুনায়েদ ইবনে আলী, সাত্তার অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী সামির সাত্তার এবং বিডিকমের এমডি এস এম গোলাম ফারুক আলমগীর।