ক্রয়াদেশ কমলেও ব্যবসা দ্রুতই ফিরবে

মোহাম্মদ হাতেম

বর্তমান প্রেক্ষাপটে তৈরি পোশাকের রপ্তানিতে সাড়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধিকে খারাপ বলা যাবে না। তা ছাড়া গত মাসে কোরবানি ঈদের কারণে কারখানাগুলো গড়ে ১০ দিন বন্ধ ছিল। বর্তমানে যেসব পোশাক রপ্তানি হচ্ছে, সেগুলোর ক্রয়াদেশ এসেছিল চলতি বছরের শুরুর দিকে। তখন অর্থনৈতিক পরিস্থিতি ছিল প্রায় স্বাভাবিক।

গত এক-দুই মাস ধরে ক্রয়াদেশ কম আসছে। কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আমাদের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষ জ্বালানি ও নিত্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছে। ফলে পোশাকের বিক্রয়কেন্দ্রে বিক্রি কমে গেছে। গুদামে পণ্য জমছে। আবার বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এখনই বোঝা যাচ্ছে না। অন্যদিকে তুলার দাম কমছে। সব মিলিয়ে বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে ধীরে চলার নীতি নিয়েছে। আমার কারখানায় গত এক মাসে নতুন ক্রয়াদেশের জন্য ক্রেতাপ্রতিষ্ঠানের কোনো অনুসন্ধান আসেনি।