এবার চামড়া নষ্ট হবে না

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়ার আড়তদার-ব্যবসায়ীরা চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য দ্রুত চামড়া প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা। সার্বিক বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দেশের তিন অঞ্চলের তিনজন ব্যবসায়ী। সাক্ষাৎকার নিয়েছেন প্রণব বল, মনিরুল ইসলাম ও শফিকুল ইসলাম।

মুসলিম উদ্দিন, সভাপতি, চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতি

প্রশ্ন :

প্রথম আলো চট্টগ্রামে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত?

মুসলিম উদ্দিন গতবার প্রায় চার লাখ চামড়া সংগ্রহ করা হয়। এবারও সাড়ে তিন লাখ থেকে চার লাখ চামড়া সংগ্রহ হবে, আশা করছি। এর মধ্যে তিন লাখের বেশি গরু ও মহিষের চামড়া। বাকিটা ছাগলের চামড়া।

প্রশ্ন :

প্রথম আলো ২০১৯ সালে চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। এ নিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। চামড়া সংগ্রহের প্রস্তুতি কেমন এবার?

মুসলিম উদ্দিন আড়তদার সমিতিভুক্ত ১২০ জনের মতো ব্যবসায়ী রয়েছেন। এর বাইরে আরও কিছু ব্যবসায়ী চামড়া সংগ্রহ করে থাকেন। এ ছাড়া উপজেলা পর্যায়েও অনেক ব্যবসায়ী চামড়ায় লবণ দিয়ে থাকেন। ব্যবসায়ীরা আগেভাগে লবণের মজুত করেছেন। শ্রমিকও ঠিক করা আছে। আশা করি, সফলভাবে চামড়া সংগ্রহ করতে পারব। কোনো চামড়া নষ্ট হবে না। সব চামড়াই আড়তে ঢুকবে।

প্রশ্ন :

প্রথম আলো চামড়ার দর কেমন হয়েছে?

মুসলিম উদ্দিন চট্টগ্রামে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দর গতবারের চেয়ে বাড়িয়ে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য এটা ভালো হয়েছে। চামড়া সংগ্রহের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে। তবে লবণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আগে লবণের ৭৪ কেজি বস্তা কেনা হতো ৫০০ টাকায়। এবার তা ৯৫০ টাকা। প্রতি ফুট কাঁচা চামড়া প্রক্রিয়া করতে শ্রমিক, লবণ ও পরিবহন খরচ রয়েছে। এর বাইরে ট্যানারির মালিকেরা কেনার সময় ১০ থেকে ১৫ শতাংশ চামড়া বাদ দিয়ে দেন। সবকিছু হিসাব করলে কেনা ও লবণ দিয়ে সংরক্ষণে প্রতি বর্গফুটে ৪০ টাকার মতো খরচ পড়ে যাবে।

প্রশ্ন :

প্রথম আলো প্রতিবারই মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করেন। এ নিয়ে অনেকে অভিযোগ করেন, তাঁরা দর ঠিকমতো পান না। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

মুসলিম উদ্দিন মৌসুমি ব্যবসায়ীরা প্রতিবছরই চামড়া কেনেন। এবারও কিনবেন। তাঁদের উদ্দেশে বলব, কাঁচা চামড়া ও লবণযুক্ত চামড়ার দাম এক না করতে। সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে, তা লবণযুক্ত চামড়ার জন্য। কাঁচা চামড়ার জন্য নয়। তাই সেভাবে যাতে কেনেন। বড় চামড়া, অর্থাৎ ২৫ বর্গফুটের চামড়া ৬০০ টাকা। মাঝারি আকারের চামড়া ৪০০ টাকার মতো হতে পারে।

প্রশ্ন :

প্রথম আলো চামড়া নষ্ট না করার জন্য কোনো কিছু বলবেন?

মুসলিম উদ্দিন গরম পড়ছে। তাই চামড়া দ্রুত নষ্ট হয়ে যাবে। দূরদূরান্তের চামড়া সংগ্রহকারীদের বলব, স্থানীয়ভাবে লবণ দিয়ে মজুত করুন। আর যাঁরা পারবেন না, তাঁরা উপজেলা থেকে চামড়া নিয়ে যাতে দ্রুত চলে আসেন। নগরে আমরা চামড়া সংগ্রহ করব।