পাটকল সমিতির নতুন চেয়ারম্যান আবুল হোসেন
বাংলাদেশ পাটকল সমিতির (বিজেএমএ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন। তিনি ডিএস জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জুট টেক্সটাইল মিলসের এমডি মো. রবিউল আহসান।
আবুল হোসেনের নেতৃত্বাধীন বিজেএমএর নতুন কমিটি আগামী দুই বছরের জন্য সমিতির পরিচালনার দায়িত্ব পালন করবে। সম্প্রতি সমিতির নতুন এ কমিটি গঠিত হয়েছে।
কমিটির নির্বাচিত আট সদস্য হলেন আলীজান জুট মিলসের পরিচালক মোহাম্মেদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আফিল জুট মিলসের এমডি শেখ আকরাম হোসেন, উত্তরা জুট অ্যান্ড ফাইবার্স ইন্ডাস্ট্রিজের এমডি গিরীধারী লাল মোদি, নবারুন জুট মিলসের এমডি বিজয় কুমার মোদি, নওয়াপাড়া জুট মিলসের পরিচালক এম এ রায়হান, রিলায়েন্স জুট মিলসের এমডি মো. সরোয়ার হোসেন, মদিনা জুট ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ শাহজাহান এবং শরীফ জুট মিলসের পরিচালক মো. নাজমুল হক।