চলতি বছর মোটাদাগে চারটি চ্যালেঞ্জ আছে—বাড়তি ক্রয়াদেশ কমে যাওয়া, কাঁচামালের দামের নিম্নমুখিতার কারণে পোশাকের দাম কমে যাওয়া, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে উচ্চ মূল্যস্ফীতি ও দেশে গ্যাস–বিদ্যুতের সংকট। আর ভালো খবর হচ্ছে, করোনার কারণে চীনের সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা আছে। আবার কাঁচামালের জন্য চীনের ওপর নির্ভরশীল হওয়ায় ভিয়েতনামও সমস্যায় আছে।
ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ