গত অর্থবছরের প্রথমার্ধে সুতা নিয়ে আমরা খুবই বেকায়দায় পড়েছিলাম। বর্তমানে দাম সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আর কাস্টমসের আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা গেলে রপ্তানিতে হোমটেক্সটাইলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বর্তমানে ক্রয়াদেশ ভালো রয়েছে। আশা করছি, চীন ও পাকিস্তান থেকে ক্রয়াদেশ স্থানান্তরিত হওয়া অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা, চলতি অর্থবছরে হোমটেক্সটাইলের রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।