৩০ লাখ ৫০ হাজার টাকার নিশানের ম্যাগনাইট বাজারে

আজ রাজধানীর গুলশান লিংক রোডে প্যাসিফিক মোটরসের শোরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নিশান গাড়ির মোড়ক উন্মোচন করা হয়
ছবি: নিশানের সৌজন্যে

বাংলাদেশে পাওয়া যাচ্ছে নিশানের নতুন মডেলের গাড়ি ম্যাগনাইট। এ গাড়ির দাম ৩০ লাখ ৫০ হাজার টাকা। তবে মহিলাদের জন্য ৫০ হাজার টাকা ছাড় দিচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক মোটরস লিমিটেড। আজ রাজধানীর গুলশান লিংক রোডে প্যাসিফিক মোটরসের শোরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গাড়ির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ, উপপরিচালক ফারজানা খান, সহকারী পরিচালক নাজিমুল হকসহ অন্য পরিচালকেরা।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে নকশা করা ও ভারতে তৈরি এ গাড়ি নিশানের এসইউভি ঐতিহ্যে নতুন সংযোজন। সম্প্রতি নিশান ম্যাগনাইট ৫০ হাজার ইউনিট উৎপাদনের মাইলফলক উদ্‌যাপন করেছে। মাত্র ১৫ মাসে এ গাড়ি উৎপাদন ৫০ হাজার ইউনিটের মাইলফলক স্পর্শ করে। এটির বহুমুখী নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তি ও নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে।