আজও সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বেলা ১১টা ৪৫ পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ সময় পর্যন্ত বেড়েছে ৬ পয়েন্ট।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১ হাজার ১৭৬ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ১৫১ টির, অপরিবর্তিত আছে ৪৮ টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো পাওয়ার গ্রিড, বেক্সিমকো, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড ও সামিট পাওয়ার।
গতকাল রোববার শেয়ারবাজারে বড় উত্থান হয়। ডিএসইএক্স সোয়া ১ শতাংশ বা ৮২ পয়েন্ট বেড়ে রেকর্ড ৬ হাজার ৮৪২ পয়েন্টে পৌঁছায়। বাজার মূলধনেও রেকর্ড হয়। বাজার মূলধন গতকাল এক দিনে ৪ হাজার ৭১৭ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায়।
বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকায় এখন প্রতিদিনই বাজারে নতুন নতুন বিনিয়োগ আসছে। সেই সঙ্গে নতুন বিনিয়োগকারীও যুক্ত হচ্ছেন। তাতে বাড়ছে সূচক, বাড়ছে লেনদেন।
অপরদিকে সিএসইতে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১২৮ টির, অপরিবর্তিত আছে ২৫ টির দর।