চলতি বছরের ৯ মাসে ইপিএস কমেছে ইউনিলিভারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই, ২০২১-সেপ্টেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
এদিকে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর কমতে দেখা যাচ্ছে কোম্পানিটির শেয়ারের। বেলা সোয়া ১১টা নাগাদ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা ৮০ পয়সা। লেনদেন হচ্ছে ২ হাজার ৮৫০ টাকা ২০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৫২ পয়সা।
গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৬৭ পয়সা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ গত ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ০৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১১ টাকা ১৯ পয়সা।