ছয় মাসে দ্বিগুণ জেমিনি সি ফুডের শেয়ারের দাম

ছয় মাসে দ্বিগুণ হয়ে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হিমায়িত মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান জেমিনি সি ফুডের শেয়ারের দাম। করোনার মধ্যে কোম্পানিটির রপ্তানি বেড়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারে বেড়েছে বাংলাদেশের গলদা চিংড়ির দাম। যার সুফল দেখা গেছে জেমিনির মুনাফসেয়া

এ কারণে কোম্পানিটির শেয়ারের দাম ৬ মাসে ১০৫ শতাংশ বা ২২৫ টাকা বেড়েছে। গত ২২ সেপ্টেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৫ টাকা। গতকাল দিনের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ টাকারও বেশি।এর মধ্যে গতকাল এক দিনেই বেড়েছে ৩২ টাকা বা প্রায় ৮ শতাংশ। তাতেই সোমবার ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নেয় কোম্পানিটি।

বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কোম্পানিটির শেয়ারের এমন মূল্যবৃদ্ধির দুটি কারণের কথা জানা গেছে। তার একটি ব্যবসা ভালো করায় মুনাফা বৃদ্ধির প্রভাব। অন্যটি মূলধন বাড়ানোর বাধ্যবাধকতা।

জেমিনি সি ফুড গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ৪৮ কোটি টাকার চিংড়ি রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল মাত্র ছয় কোটি টাকা। তাতে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে। অন্যদিকে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারের যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম, সেসব কোম্পানিকে মূলধন বাড়িয়ে আগামী ডিসেম্বরের মধ্যে ৩০ কোটি টাকায় উন্নীত করতে হবে।

বিএসইসির এ নির্দেশনা মানতে হবে জেমিনি সি ফুডকেও। কারণ, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন মাত্র ৪ কোটি ৭০ লাখ টাকার মতো। তাই মূলধন বাড়াতে হলে কোম্পানিটিকে শেয়ারের সংখ্যা বাড়াতে হবে। তাই কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।