টানা আট কার্যদিবস অব্যাহত উত্থান

টানা আট কার্যদিবস সূচকের উত্থান অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ২৩২ পয়েন্টে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট।

দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স ছাড়া অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
গত রোববার ডিএসইএক্স বেড়ে ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে যায়। এ ছাড়া গত সাত কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭৩ পয়েন্ট। আজও উত্থান অব্যাহত আছে।

অন্যদিকে, সিএসইতে এ সময় পর্যন্ত ৩৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।