দরপতন অব্যাহত, কমেছে বেশির ভাগ কোম্পানির দর

দরপতন অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর ১২টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮০ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২১৬ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১২৬টির, বেড়েছে ৯২টির, অপরিবর্তিত আছে ৯০টির দর।

দুপুর ১২টা নাগাদ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রবি, প্রভাতি ইনস্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, লঙ্কা–বাংলা ফাইন্যান্স, আইএফআইসি, বিএটিবিসি, রহিমা ফুড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও সিটি ব্যাংক।

গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স কমে ৯৪ পয়েন্ট। এই পতনের মধ্যে দিয়ে ডিএসইএক্স ফিরে গেছে তিন মাস আগের অবস্থানে। গতকাল দিন শেষে ডিএসইএক্স সূচকটি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে। চলতি বছরে এটিই এ সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত বছরের ২৪ ডিসেম্বর ডিএসইএক্স সূচক ৫ হাজার ২১৮ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।

এ ছাড়া গতকাল মোট লেনদেন হয় ৫৬০ কোটি ২৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।

আরও পড়ুন