দর পতনের ধারা অব্যাহত শেয়ারবাজারে

গত সাত কার্যদিবস ধরে এক টানা দর পতন হয়েই চলেছে শেয়ারবাজারে। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৯ পয়েন্ট। সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। বেলা ১১টা পর্যন্ত এই শেয়ারবাজারের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৩ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৩৭০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১০৫ টির, বেড়েছে ১৯৯ টির, অপরিবর্তিত আছে ৬৩ টির দর।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি, ডেলটা লাইফ, বিএটিবিসি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফয়েস লিমিটেড, এনআরবিসি ব্যাংক ও ফরচুন।

গত ৬ কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে ১৬১ পয়েন্ট।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৫১ টির, বেড়েছে ৯৫ টির, অপরিবর্তিত আছে ২০ টির দর।