বেক্সিমকোর গ্রিন সুকুকের লেনদেন শুরু হচ্ছে কাল

বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার গ্রিন সুকুক বন্ডের শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে এ বন্ডের লেনদেন শুরু হবে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ডিএসই ও সিএসই জানিয়েছে, এ বন্ড তালিকাভুক্ত হলে এটিই হবে দেশের শেয়ারবাজারে ইসলামি শরিয়াভিত্তিক প্রথম বন্ড। এ বন্ডের তালিকাভুক্তি উপলক্ষে বৃহস্পতিবার লেনদেন শুরুর আগে ডিএসইর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বিশেষ অতিথি থাকবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

ডিএসই জানিয়েছে, নতুন তালিকাভুক্ত এ বন্ডের লেনদেন হবে মূল মার্কেটে। পাঁচ বছর মেয়াদি ৩ হাজার কোটি টাকার এ বন্ডের অভিহিত মূল্য ১০০ টাকা। এ দামেই এটির লেনদেন শুরু হবে। তবে ‘এন’ শ্রেণিতে লেনদেন শুরু হবে বলে নিয়ম অনুযায়ী এ বন্ডের শেয়ার কেনার ক্ষেত্রে ৩০ কার্যদিবস ঋণসুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের সবচেয়ে আলোচিত বন্ড এটি। ডিএসই সূত্রে জানা গেছে, ৩ হাজার কোটি টাকার এ বন্ডের ২ হাজার ৪৪০ কোটি টাকা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪২৩ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারী, ১৩৫ কোটি টাকা অবলেখনকারী বা আন্ডার রাইটারদের কাছ থেকে এবং বাকি প্রায় ২ কোটি টাকা বেক্সিমকো গ্রুপের বিদ্যমান শেয়ারধারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তবে সাধারণ বিনিয়োগকারী ও বিদ্যমান বিনিয়োগকারীরা এ বন্ড কেনায় আগ্রহ কম দেখিয়েছেন। ফলে তাঁদের জন্য সংরক্ষিত অংশ পরবর্তী সময়ে আন্ডার রাইটার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়।