বেক্সিমকোর ৩ কোটি শেয়ার কিনবে বেক্সিমকো হোল্ডিংস

বাজার থেকে বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের করপোরেট উদ্যোক্তা প্রতিষ্ঠান বেক্সিমকো হোল্ডিংস। প্রতিষ্ঠানটি বেক্সিমকো লিমিটেডের ৩ কোটি শেয়ার কিনবে। গতকাল সোমবারের বাজারমূল্যের হিসাবে যার বাজারমূল্য প্রায় ৫২৫ কোটি টাকা। গতকাল লেনদেন শেষে বেক্সিমকো লিমিটেডের প্রতি শেয়ারের সমাপনী দর ছিল ১৭৪ টাকা ৬০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসে এ শেয়ার ক্রয় সম্পন্ন হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আজ ডিএসইতে বেলা ১১টা পর্যন্ত লেনদেনে বেক্সিমকো লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের দর গতকালের চেয়ে এক টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৬০ পয়সা।