বড় দরপতনের পর উত্থানে সূচক

গতকাল বড় পতনের পর আজ সূচকের উত্থানে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বেলা একটা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৮৪৫ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৭৯টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।

গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০০ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ৭৪০ কোটি টাকার।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ডেলটা লাইফ, মালেক স্পিনিং, কুইন সাউথ, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং, ডাচ্‌–বাংলা ব্যাংক, জিবিবি পাওয়ার, রিং শাইন, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১০৪টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।