আজও সূচকের উত্থান শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।
২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হয়। চালু হওয়ার প্রায় আট বছর পর এসে সূচকটি কয়েক দিন ধরে রেকর্ডের পর রেকর্ড করছে।
আজ ডিএসইতে গতকাল রোববারের চেয়ে মোট লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ২ হাজার ৭৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৬ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৬৬টির, দর কমেছে ১৮৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি হলো বেক্সিমকো, পাওয়ার গ্রিড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ফরচুন, রিং শাইন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও সামিট পাওয়ার।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো পদ্মা লাইফ ইনস্যুরেন্স, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, জনতা ইনস্যুরেন্স, ইস্ট ল্যান্ড, প্রাইম লাইফ ইনস্যুরেন্স, সুরিদ, সোনালি লাইফ ইনস্যুরেন্স, ফরচুন, শাহজিবাজার পাওয়ার ও ইনটেক লিমিটেড।
দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো স্টাইল ক্র্যাফট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রাইম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, কর্ণফুলী, শাইন পুকুর সিরামিকস, ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।