default-image

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ১৩৫ টির, অপরিবর্তিত আছে ৭৬ টির দর। মোট লেনদেন হয়েছে ৮৮৩ কোটি ২০ লাখ টাকার। করোনার সংক্রমণ প্রতিরোধে নেওয়া সর্বাত্মক লকডাউনের আওতায় গত ৫ এপ্রিল ধরেই আড়াই ঘণ্টা লেনদেন হচ্ছে ডিএসইতে। তবে সময় কমলেও লেনদেনের চিত্র বেশ ইতিবাচক। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, রবি, বিএটিবিসি, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও স্কয়ার ফার্মা।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ৯৫ টির, অপরিবর্তিত আছে ৫১ টির দর। লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার।

বিজ্ঞাপন
শেয়ারবাজার থেকে আরও পড়ুন
মন্তব্য করুন