সিএসইতে চালু হলো এসএমই বোর্ড

শেয়ারবাজারে চালু হয়েছে স্বল্প মূলধনি কোম্পানির জন্য আলাদা এসএমই প্ল্যাটফর্ম বা এসএমই বোর্ড। নিয়ালকো অ্যালয়স নামের একটি এসএমই কোম্পানিকে তালিকাভুক্তির মাধ্যমে মূল বাজারের পাশাপাশি আলাদা এসএমই বোর্ড চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ বোর্ডের উদ্বোধন করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

সিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন চালু হওয়া এসএমই বোর্ডে লেনদেনের প্রথম দিনেই নিয়ালকো অ্যালয়সের ১ হাজার ১১৫ টাকায় ১০৫টি শেয়ারের হাতবদল হয়। দিন শেষে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম ১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়।

এর আগে গত এপ্রিলে চট্টগ্রামভিত্তিক শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়সকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বা কিউআইওর মাধ্যমে সাড়ে সাত কোটি টাকার পুঁজি সংগ্রহের অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিউআইওর মাধ্যমে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠান বা মার্কেট মেকার ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে শেয়ার বিক্রি করে। এর বাইরে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন সিকিউরিটিজে যাঁদের কোটি টাকার বিনিয়োগ রয়েছে, তাঁরাও কোম্পানিটির শেয়ার কেনার সুযোগ পান।