default-image

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২৩৪ কোটি ২১ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এ সময় দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৬টির, অপরিবর্তিত আছে ১১০টির দর।

এ সময় পর্যন্ত ভালো অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, বেক্সিমকো, এসআইবিএল, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, নিটোল ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংক।

টানা দুই দিন বড় দরপতনের পর গতকাল সোমবার ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। ওই দুই দিনের বড় দরপতনে ডিএসইএক্স কমেছে ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ৬২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বাড়ে ১৯১ পয়েন্ট।

বিজ্ঞাপন
শেয়ারবাজার থেকে আরও পড়ুন
মন্তব্য করুন