সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর কমেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৮৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ওই সময় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৭ পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউন কর্মসূচি, ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটির কারণে চার দিন বন্ধ ছিল শেয়ারবাজার। গতকাল চার দিন পর লেনদেন সীমিত পরিসরে শুরু হয়। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৬৯ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ৫৫১ কোটি টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।