সূচকের বড় উত্থান, আবারও চার রেকর্ড শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় উত্থানে আবারও চার রেকর্ড হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর তিন সূচক ও বাজার মূলধনে আজ বৃহস্পতিবার এ রেকর্ড হয়েছে। ডিএসইর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

দিন শেষে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা বেশি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৭৬ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়েছে। তাতে দিন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি এই দিন ৩০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুই সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর এসে সূচক দুটি বর্তমানে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে।

ডিএসইর বাজার মূলধন আজ এক দিনেই ৩ হাজার ১৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৯ কোটি টাকায়।

ডিএসইর অপর সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস আজ এক দিনে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে। ২০১৪ সালের ২০ জানুয়ারি ডিএসইএস সূচকটি চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে সাত বছর পর এসে সূচকটিও রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের টানা উত্থানে এ তিন সূচকই আগের রেকর্ড ছাড়িয়েছে আরও আগে। ফলে এখন প্রতিদিন এ তিন সূচক বৃদ্ধি মানেই প্রতিদিনই রেকর্ড।

আরও পড়ুন

এ ছাড়া ডিএসইর বাজার মূলধন আজ এক দিনেই ৩ হাজার ১৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৯ কোটি টাকায়। বাজার মূলধনও বেশ কিছুদিন আগে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। তাই এখন প্রতিদিন বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধি মানে বাজার মূলধনেরও রেকর্ড। ঢাকার বাজারে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। তার মধ্যে ২০৯টিরই দাম বেড়েছে, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। আজ ব্যাংকসহ বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটে। দিন শেষে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা বেশি।