সূচক বেড়েছে ৮১ পয়েন্ট, অবস্থান করছে সর্বোচ্চ অবস্থানে

রেকর্ড ভেঙে পুঁজিবাজারে মূল্য সূচক আজ আবার সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইএক্স ৮১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে ৬ হাজার ৮৪২ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএএক্স সূচকটি চালু হয়। চালু হওয়ার প্রায় আট বছর পর এসে সূচকটি গত কয়েকদিন ধরে রেকর্ডের পর রেকর্ড করছে।

আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ২ হাজার ৭০৬ কোটি টাকার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৮৭ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২১৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ২৪৭টির, দর কমেছে ৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি হলো বেক্সিমকো, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইএফআইসি, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মালেক স্পিনিং, পাওয়ার গ্রিড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড হাউজিং লিমিটেড এবং ওরিয়ন ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো আজিজ পাইপস, সোনারগাঁও, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, মেট্রো স্পিনিং, রিং শাইন, আল হাজ টেক্সটাইল, জনতা ইনস্যুরেন্স, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মালেক স্পিনিং, পাইওনিয়ার ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, সাফকো স্পিনিং, ফুয়াং সিরামিকস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড হাউজিং লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্যারামাউন্ট, মার্কেন্টাইল ইনস্যুরেন্স ও গ্রীন ডেলটা ইনস্যুরেন্স।

আরও পড়ুন

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ৮৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।