কোথায় মিলবে ঈদের নতুন নোট

এসব শাখায় টাকার নতুন নোট পাওয়া যাবে।

ঈদ উপলক্ষে ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস ও পাবলিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নোট উত্তোলনকালে কেউ চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।