ইনডিটেক্সের নতুন চেয়ারম্যান হলেন প্রতিষ্ঠাতার মেয়ে
বিশ্ব বিখ্যাত স্প্যানিশ ফ্যাশন গ্রুপ ইনডিটেক্সের চেয়ারম্যান হতে যাচ্ছেন মার্তা ওর্তেগা। মার্তা ওর্তেগা ইনডিটেক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান অ্যামানসিও ওর্তেগার মেয়ে। তিনি পাবলো ইসার স্থলাভিষিক্ত হবেন।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১১ সাল থেকে ইনডিটেক্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পাবলো ইসা।
ইনডিটেক্সের অধীন রয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জারা, দ্য ব্রেশকা, মাসিমো দুত্তি ও পুল অ্যান্ড বিয়ার।
১৯৭৫ সালে স্পেনের গ্যালিসিয়াতে আমানসিও ওর্তেগা তাঁর সাবেক স্ত্রী রোজালিয়া জারা প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮৫ সালে জারার প্যারেন্ট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডাস্ট্রিয়া ডি ডিসেনো টেক্সটাইল’ বা ইনডিটেক্স।