ইলনের সঙ্গে আলোচনায় টুইটার কর্তৃপক্ষ
বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের সঙ্গে আলোচনায় বসেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বর্তমান পরিচালনা পর্ষদ। গত সপ্তাহের শেষের দিকে এ আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
গত বৃহস্পতিবার টুইটার কেনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও ব্লুমবার্গের তথ্যমতে, টুইটার কেনার বিস্তারিত ঘোষণার পরই মূলত ১১ সদস্যবিশিষ্ট টুইটারের পরিচালনা পর্ষদ ইলনের সঙ্গে এ নিয়ে আলোচনার বিষয়টি বিবেচনায় নেয়। তবে আলোচনার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
অনেক বিনিয়োগকারীর মতে, টুইটারকে প্রাইভেট কোম্পানি হিসেবে পরিণত করার শুরুর ধাপ হিসেবে এ আলোচনা। বিনিয়োগকারী ফার্ম ওয়েডবাস সিকিউরিটির বিশ্লেষক ডান ইভসের মতে, ইলন মাস্কের এ প্রস্তাব টুইটারের পর্ষদের ওপর আরও চাপ তৈরি করবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনতে ১০ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। এরই মধ্যে টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন ইলন মাস্ক। টুইটারে নিজের বিনিয়োগের পাশাপাশি আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মরগ্যান স্ট্যানলিকে বেছে নিয়েছেন টেসলা প্রধান।
টুইটারের মালিকানা কিনতে ইলনের দেওয়া ৪৩ বিলিয়ন ডলারের সেই প্রস্তাব ঠেকাতে ‘পয়জন পিল’ নীতি গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বর্তমান পর্ষদ। এ নীতির আওতায় টুইটারের নির্দিষ্ট অঙ্কের বেশি শেয়ার কেনার ওপর বাধ্যবাধকতা আরোপ করা হয়। ইলনকে ঠেকাতে পয়জন পিল নীতির পর বেশ কিছু বিনিয়োগ প্রতিষ্ঠান টুইটারের সঙ্গে চুক্তিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।